গ্লোবাল সুপার লিগে গায়ানায় পাঁচ দলের টি-টোয়েন্টি টুর্নামেন্টে অংশ নেবে রংপুর রাইডার্স
- By Jamini Roy --
- 08 October, 2024
বাংলাদেশের জনপ্রিয় টি-টোয়েন্টি ক্রিকেট দল রংপুর রাইডার্স গ্লোবাল সুপার লিগে অংশগ্রহণ করতে যাচ্ছে, যা আগামী ২৬ নভেম্বর থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত গায়ানায় অনুষ্ঠিত হবে। পাঁচ দেশের পাঁচটি দলের অংশগ্রহণে আয়োজিত এই টুর্নামেন্টে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে রংপুর রাইডার্স।
গ্লোবাল সুপার লিগটি আয়োজন করছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড এবং এটি আইসিসির স্বীকৃত। টুর্নামেন্টে বাংলাদেশের বর্তমান প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ফরচুন বরিশালকে প্রথমে খেলার প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু তারা খেলতে অস্বীকার করে। এরপর রানার্স-আপ কুমিল্লা ভিক্টোরিয়ান্সেরও লাপাত্তা থাকার কারণে বিসিবি (বাংলাদেশ ক্রিকেট বোর্ড) তৃতীয় দল হিসেবে রংপুর রাইডার্সকে এই টুর্নামেন্টে অংশগ্রহণের প্রস্তাব দেয়।
বিসিবির চতুর্থ বোর্ড সভা শেষে ( সোমবার ৭অক্টোবর ) ফারুক আহমেদ বলেন, "আমাদের একটি দল ওয়েস্ট ইন্ডিজে খেলার প্রস্তাব পেয়েছে। এই টি-টোয়েন্টি গ্লোবাল লিগে পাকিস্তান, বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের দলগুলো অংশগ্রহণ করবে।"
গ্লোবাল সুপার লিগে মোট ১১টি ম্যাচ অনুষ্ঠিত হবে, যেখানে প্রতিটি দল গ্রুপ পর্বে চারটি করে ম্যাচ খেলবে। পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল ফাইনালে স্থান পাবে। এই টুর্নামেন্টের পুরস্কারমূল্য এক মিলিয়ন ডলার, যা ক্রিকেটে একটি বড় আকর্ষণ।
গায়ানায় এই টুর্নামেন্টে স্বাগতিক হিসেবে খেলবে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের দল গায়ানা আমাজন ওয়ারিয়র্স। গায়ানার প্রোভিডেন্স স্টেডিয়ামে সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে, যা স্থানীয় ক্রিকেট ভক্তদের জন্য একটি বড় আকর্ষণ হতে চলেছে।রংপুর রাইডার্সের টুর্নামেন্টে অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশের ক্রিকেট ভক্তদের জন্য নতুন সুযোগ সৃষ্টি হবে এবং দেশের ক্রিকেটকে আন্তর্জাতিক স্তরে আরও উন্নীত করবে।